বিজেপি ও কংগ্রেস তেলেঙ্গানাকে বোঝে না, বিআরএস রাজ্যের জন্য কাজ করে : কে কবিতা

হায়দরাবাদ, ৩০ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস)-র জয়ের বিষয়ে প্রবল আশাবাদী দলের এমএলসি কে কবিতা। একইসঙ্গে বিজেপি ও কংগ্রেসকে আক্রমণ করে তিনি বলেছেন, “বিজেপি ও কংগ্রেস তেলেঙ্গানাকে বোঝে না, একমাত্র বিআরএস রাজ্যের জন্য কাজ করে।”

বৃহস্পতিবার সকালে নিজের ভোট দেওয়ার পর বিআরএস এমএলসি কে কবিতা বলেছেন, “আমরা আমাদের জনগণকে ভালোভাবে বুঝি এবং আমাদের ডিএনএ আমাদের মানুষের সঙ্গে মিলে যায়। মানুষ মাটিতে যা অনুভব করুক না কেন, কারণ আমাদের কান সর্বদা মাটিতেই থাকে, তথাকথিত জাতীয় দলগুলির উল্টো, যে দলগুলি এখন বড় আকারের আঞ্চলিক দলে পরিণত হয়েছে। তাঁরা আগের মত শক্তিশালী নয়। তবুও তাঁরা আমাদের জনগণকে বোঝার দাবি করে, কিন্তু তাঁরা বোঝে না।”

কে কবিতা আরও বলেছেন, “কংগ্রেস এবং বিজেপি তেলেঙ্গানাকে আমাদের মতো বোঝে না। আমরা রাজ্যের জন্য যুদ্ধ করেছি, রাজ্যের জন্য কাজ করেছি। আমরা বিশ্বাস করি মানুষ বিআরএস-এর পাশে আরও ভালোভাবে অনুরণিত হবে…আমরা খুব আত্মবিশ্বাসী, আমরা সেঞ্চুরি করতে যাচ্ছি।” এদিন সকালে হাদরাবাদের বাঞ্জারা হিলসের একটি পোলিং বুথে ভোট দিয়েছেন কে কবিতা, তিনি জনগণের কাছেও ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *