প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন উদ্ধার হওয়া শ্রমিকরা, জানালেন ভয়াবহ দিনগুলির কথা

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি.স.): দীর্ঘ ১৭-দিনের উৎকন্ঠার অবসান হয়েছে, সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আলোর মুখ দেখেছেন উত্তরকাশির সিল্কয়ারা সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা ৪১ জন শ্রমিক। প্রত্যেকের পরিবারে এখন শুধুই খুশির আবহ। মঙ্গলবার রাতেই এক এক করে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসেন ৪১ জন শ্রমিক। সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকরা নিজেদের এই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। জানিয়েছেন, এই ১৭ দিন সুড়ঙ্গের ভিতরে তাঁরা কী কী করছিলেন, এই সাহসিকতার জন্য প্রত্যেককে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী।

টেলফোনের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। খোলামেলা কথোপকথনে সকলকে তাঁদের সাহসিকতা ও সংযম বজায় রাখার জন্য কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীকে একজন জানান, এই ১৭ দিনে খাওয়া ছাড়া তাঁদের যেহেতু কোনও কাজ ছিল না, তাই সুড়ঙ্গের ভিতরে যোগাভ্যাসও করেছেন তাঁরা। নিরাপদে তাঁদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার ও উত্তরাখণ্ড সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সবাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *