BRAKING NEWS

বিভিন্ন সমস্যা নিয়ে সরব ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর : বুধবার বামফ্রন্টের দুই সংগঠন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ- এর যৌথ উদ্যোগে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। এদিনের এই  সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সভাপতি নবারুণ দেব সহ অন্যান্য নেতৃত্ব।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে সরব হন নেতৃত্বরা।
নবারুণ দেব এদিন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের বেকার সমস্যা নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন নিজ বক্তব্যে। তিনি অভিযোগ করেন, ২০১৪ সালে মোদি সরকার দেশে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছে বেকার সংখ্যা।
পাশাপাশি তিনি মানব পাচারের বিষয় নিয়েও সরকারকে কাঠগড়ায় দাঁড় করান। তাছাড়া শিক্ষক স্বল্পতা, এডিসি এলাকার উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে এদিন তিনি বিস্তারিত আলোচনা করেছেন। এদিনের সাংবাদিক সম্মেলন থেকে রাজ্যের বেকার সমস্যা নিঃসরণ  সহ নেশার সাম্রাজ্য বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *