করিমগঞ্জ (অসম), ২৮ নভেম্বর (হি.স. ) : করিমগঞ্জে হত্যা মামলায় তিনজনকে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে দশ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুইমাসের দণ্ড দেওয়া হয়েছে ।
আজ মঙ্গলবার জেলা ন্যায় দণ্ডাদিশের আদালতে দীর্ঘ শুনানির পর মামলার চূড়ান্ত রায় দান করতে গিয়ে করিমগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃপ্তি আরা জীবদ্দশায় থাকা তিন আসামী ক্রমে জালাল উদ্দিন (বাবা আব্দুল নূর), জালাল উদ্দিন (বাবা আব্দুল মান্নান), রফিক উদ্দিনকে যাবজ্জীবন সশ্রম কারা দণ্ডের রায় ঘোষনা করেন । আদালত সূত্রে জানা যায় যে, ভারতীয় দন্ড বিধির ১৪৭/১৪৯/৩০২ ধারায় পাথারকান্দি থানায় নথিভুক্ত করা মামলায় আদালতে চলতি মোকৰ্দমা শুনানিতে এই রায় দান হয়েছে ।
জানা যায় যে, ঘটনাটি ২০০১ সালে পাথারকান্দি বাগরসাংগন এলাকায় সংঘটিত হয় । জমি বিবাদকে কেন্দ্র করে ক্ষেতের জমিতে খুন করা হয় ওই গ্রামেরই জনৈক নিজাম উদ্দিন নামের এক ব্যক্তিকে । এরপর পাথারকান্দি থানায় বেশ কয়েকজনকে অভিযুক্ত করে এজাহার দায়ের করেন মৃতের ভাই আব্দুল মুনিম । পাথারকান্দি পুলিশ এমর্মে তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করে । এরপর আদালতে তোলা হয়ে তাদেরকে পাঠানো হয় জেল হাজতে । মামলার বিচার প্রক্রিয়া চলাকালীন অবস্থায় দুই আসামী মঈন উদ্দিন এবং ফাতিমা বিবির মৃত্যু হয় । আর মঙ্গলবার চূড়ান্ত রায়ে বাকি তিন অভিযুক্তের সশ্রম কারাদন্ড হয় ।