কাটিগড়া (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার ভারত – বাংলা আন্তর্জাতিক সীমান্তে রয়েছে হাই এলার্ট । জেলা ম্যাজিস্ট্রেট জেলার ভারত- বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকায় চোরা চালান অনুপ্রবেশ ও অবৈধ পরিবহন প্রতিরোধে ফৌজদারী কার্যবিধির ১৪৪ ধারার অধীনে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন। এর অধীনে জেলার আন্তর্জাতিক সীমান্ত বরাবর ৫০০ মিটার এলাকায় সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত কোন ব্যক্তি চলাচল করতে পারবেন না । কিন্তু এসব পরে বসে নেই চোরাকারবারীরা । কাছাড় জেলার হরিনগর থেকে বিএসএফ এর অভিযানে ২৩ টি মহিষ উদ্ধার করা হয়েছে । পাশাপাশি অভিযানে আটক করা হয়েছে এক ভারতীয় পাচারকারীকে ।
বিএসএফ সূত্রে জানা গেছে যে, মঙ্গলবার ভোর রাতে কাছাড় জেলার হরিনগর এলাকায় জগদিশপুর এলাকার সীমান্ত থেকে বিএসএফ এর ১৭০ নম্বর ব্যাটালিয়ন অভিযান চালিয়ে উদ্ধার করে গবাদি পশু গুলি । মঙ্গলবার স্থানীয় পুলিশ থানায় এমর্মে এজাহার দায়ের করা হয় বিএসএফ পক্ষ থেকে । উদ্ধারকৃত গবাদিপশু সহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য পুলিশে সমঝানো হয়েছে ।
বিএসএফ এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ারের শিলচর সেক্টরের মূখ্য জনসংযোগ আধিকারিক সূত্রে জানা যায় যে, চলতি বছরে মিজোরাম ও কাছাড় ফ্রন্টিয়ারের অধীনে থাকা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ পাচারের সময় ৩৭৩ টি গবাধি পশু আটক করেছে বিএসএফ জওয়ানরা ।
হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা