বৃষ্টির সৌজন্যে বাতাসের গুণমানের উন্নতি দিল্লিতে, ধোঁয়াশা কাটল জাতীয় রাজধানীতে

নয়াদিল্লি, ২৮ নভেম্বর (হি.স.): মাত্রাতিরিক্ত বায়ুদূষণ থেকে অবশেষে কিছুটা স্বস্তি পেল জাতীয় রাজধানী। সোমবারের বৃষ্টির সৌজন্যে মঙ্গলবার বাতাসের গুণগতমানের উন্নতি হয়েছে দিল্লিতে, ধোঁয়াশাও অনেকটাই কেটেছে রাজধানীতে। ফলে স্বস্তি পেয়েছেন দিল্লিবাসী। মঙ্গলবার সকালে কয়েকজন প্রাতঃভ্রমণকারী বলেছেন, আবহাওয়া অনেকটাই ভালো। বৃষ্টিপাত আবহাওয়া অনেকটা পরিষ্কার করেছে। দূষণ কমলেও, এদিনও দিল্লির বাতাসের গুণগতমান ছিল ‘মন্দ’ পর্যায়েই।

পশ্চিমী ঝঞ্ঝার দরুন বৃষ্টি ও অনুকূল বাতাসের গতির কারণে মঙ্গলবার সকালে দিল্লির বেশ কয়েকটি এলাকায় বাতাসের গুণমান কিছুটা উন্নত হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড-এর দেওয়া তথ্য অনুসারে, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ আনন্দ বিহারে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স রেকর্ড করা হয় ৩৭৪, শাদিপুরে ৩০১, রোহিণীতে ৩৯৭, সিরিফোর্টে ৩৫৫।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *