লংতরাইভ্যালী, ২৮ নভেম্বর: এক সাব ইন্সপেক্টরের অপদার্থতার কারণে নিজ দায়িত্ব পালন করতে গিয়ে মামলায় জড়ালেন এক সাংবাদিক। ঘটনা লংতরাইভ্যালী মহকুমার ছৈলেংটা বাজারে। শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগ এনে রাজ্যের এক বৈদ্যুতিন চ্যানেলের স্থানীয় সাংবাদিক ধনুধর চাকমার বিরুদ্ধে ১০৭ ধারায় ছৈলেংটা থানা স্বপ্রনোদিত মামলা নেয়।
ঘটনার বিবরণে জানা যায়, গত ১৮ জুলাই ছৈলেংটা বাজারে আম বিক্রি করতে আসে বুদ্ধধন চাকমা নামে এক ব্যক্তি। বিক্রি করার জায়গা নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কিছু বচসা হয় এবং পরে তার আমের টুকরি ফেলে দেওয়ার অভিযোগ উঠে । পরের দিন ১৯ জুলাই বুদ্ধধনের চাকমার হেনেস্তার প্রতিবাদে সমাজের কিছু লোক ছৈলেংটা বাজারে এসে প্রতিবাদ শুরু করে। পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে। সেই খবর সংগ্রহ করতে যান রাজ্যের এক বৈদ্যুতুনিক চ্যানেলের স্থানীয় সাংবাদিক ধনুধর চাকমা। খবরটি ও প্রকাশিত করেন। শান্তি সম্প্রীতি বিনষ্ট করার অভিযোগে এনে প্রতিবাদে সামিল হওয়া অনেকের নামেই ১০৭ ধারায় স্বপ্রণোদিত মামলা নেয় ছৈলেংটা থানার পুলিশ। আশ্চর্যভাবে দিন কয়েক আগেই সেদিনের প্রতিবাদকারীদের সাথে ধনুধরের নামেও নোটিশ চলে আসে।
এ ধরনের নজিরবিহীন ঘটনার তীব্র প্রতিবাদে জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জারনালিস্ট অ্যাসোসিয়েশনের লংতরাইভ্যালী কমিটি। পাশাপাশি সুস্ঠ তদন্তক্রমে উক্ত পুলিশকর্তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানিয়েছে।