আগরতলা, ২৮ নভেম্বর : বিধ্বংসী আগুনে পুড়ে ছাই ১৮ টি দোকান। ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়ে ছাই দোকানগুলো। গতকাল গভীর রাতেউদয়পুর চক বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। ওই ঘটনায় গোটা বাজারের ব্যবসায়ীদের মনে আতঙ্ক দেখা দিয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক দুই কোটি টাকা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।
জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গতকাল রাতে বিকট আওয়াজ শোনে ঘর থেকে বেরিয়ে আগুন লাগার দৃশ্য লক্ষ্য করেন তিনি। সাথে সাথে দোকানের মালিকদের খবর দেওয়া হয়েছিল। খবর পেয়ে ছুটে গিয়েছিল দমকলবাহিনী। দমকলের চারটি ইঞ্জিন সহ উপস্থিত জনতার সহায়তায় পর আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের একাংশ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে বাজারের আরও বেশ কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও জানিয়েছেন, অগ্নিকান্ডের পর রাতেই ঘটনাস্হলে গিয়েছেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান। এদিকে আজ মঙ্গলবার সকালে মহকুমা শাসক ও প্রশাসনের আধিকারিকরা পরিদর্শন করেছেন । সাথে ক্ষতি গ্রস্ত বাজার পরিদর্শন করেন শাসক দলের নেতারাও।

