কিষাণগঞ্জ, ২৭ নভেম্বর (হি.স.) : গোপন তথ্যের ভিত্তিতে কিষাণগঞ্জ সামীন্তে বিএসএফ জওয়ানরা একজন বাংলাদেশী পাচারকারী সহ দুই ভারতীয় চোরাকারবারীকে আটক করেছে।
সোমবার বিএসএফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মুরাঘাটির কমান্ডার সুনীল গার্ডের সাথে ইন্সপেক্টর রাম শিরোমণি এবং জেনারেল ব্রাঞ্চ টিমের নেতৃত্বে একটি দল যৌথভাবে তল্লাশি চালায়। সেই সময় চোরাকারবারিরা রবিবার রাতের ঘন অন্ধকারে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছিল। এরপর জওয়ানরা ধাওয়া করে একজন বাংলাদেশী চোরাকারবারী ও দুইজন ভারতীয় চোরাকারবারীকে আটক করে । এবং তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি বাইক, চারটি মোবাইল ফোন, চারটি মদের বোতল ও কাটার ।