বিজেপি ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখা হবে : জি কিষাণ রেড্ডি

হায়দরাবাদ, ২৭ নভেম্বর (হি.স.) : কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানায় বিজেপির সভাপতি জি কিষান রেড্ডি সোমবার বলেন, তাঁর দল রাজ্যে ক্ষমতায় এলে হায়দরাবাদের নাম পরিবর্তন করে ‘ভাগ্যনগর’ করা হবে। সোমবার সাংবাদিকদের উদ্দেশে তিনি একথা বলেন। রেড্ডি আরও বলেন, মাদ্রাজ, বোম্বে এবং ক্যালকাটা মতো শহরের নামও পরিবর্তন করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই, বিজেপি সরকার ক্ষমতায় এলে (আমরা) হায়দরাবাদের নাম পরিবর্তন করব। আমি জিজ্ঞেস করছি হায়দার কে? হায়দারের নাম কি আমাদের দরকার? যদি বিজেপি ক্ষমতায় আসে, অবশ্যই (আমরা) হায়দারকে সরিয়ে দেব এবং ভাগ্যনগর নাম পরিবর্তন করব, বলেও রেড্ডি এদিন দাবি করেন। সাংবাদিকদের কিষাণ রেড্ডি প্রশ্ন করে বলেন, কেন নাম পরিবর্তন করা হবে না। মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই করা হয়েছে, এই নামের পরিবর্তন বিজেপি নয়, ডিএমকে সরকার করেছে। হায়দরাবাদের নাম পরিবর্তন করলে অসুবিধা কেন হবে, যদি মাদ্রাজের নাম পরিবর্তন করে চেন্নাই করা হতে পারে, ক্যালকাটার নাম বদলে কলকাতা হতে পারে, রাজপথকে কর্তব্য পথ করা হয়।

কেন্দ্রীয় মন্ত্রী এবং তেলেঙ্গানায় বিজেপির সভাপতি জি কিষান রেড্ডি বলেন, বিজেপি ক্ষমতায় এলে দাসত্বের মানসিকতার প্রতিফলন ঘটায় সেসব আমরা সম্পূর্ণরূপে পরিবর্তন করব, বিজেপি নাম পরিবর্তনের বিষয়ে বুদ্ধিজীবীদের পরামর্শও নেবে বলে তিনি উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *