BRAKING NEWS

হাসপাতালের মর্গ থেকে সাজাপ্রাপ্ত বন্দির মৃতদেহ উধাও নিয়ে মামলা হাই কোর্টে

কলকাতা, ২৭ নভেম্বর (হি.স.): সরকারি হাসপাতালের মর্গ থেকে উধাও হয়েছিল সাজাপ্রাপ্ত বন্দির মৃতদেহ। এবার সেই ঘটনার জল গড়াল কলকাতা হাই কোর্টে। সোমবার এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছে মৃত বন্দির পরিবার। সূ্ত্রের খবর, মঙ্গলবার হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে শুনানি হতে পারে।

মৃতের পরিবারের অভিযোগ, জেলের মধ্যে বাবলু পোল্লেকে পিটিয়ে খুন করা হয়েছে। তার পর তাঁর অঙ্গপ্রত্যঙ্গ পাচার করে দিয়েছে পুলিশ। এর পর পরিবারকে বোকা বানাতে চিত্রনাট্য সাজিয়েছে তারা। এই অভিযোগে মামলা হয়েছে আদালতে।

উল্লেখ্য, বাড়িওয়ালা খুনের অপরাধে ২০১৩ সাল থেকে জেল খাটছিলেন বাবলু পোল্লে। সপ্তমীর দিন থানা থেকে ফোন করে পরিবারকে জানানো হয়, বাবলু মারা গিয়েছেন। কিন্তু এসএসকেএম হাসপাতালের মর্গে গিয়েও দেহ পায়নি বন্দির স্ত্রী। পর পর কয়েকদিন হাসপাতালে গিয়েও খালি হাতে পরিবারকে ফিরে আসতে হয়।

জানা গিয়েছে, ময়নাতদন্তও করা যায়নি। তার আগেই গায়েব হয়ে যায় দেহ। শেষপর্যন্ত পরিবারকে ভবানীপুর থানার ওসি জানান, দেহ অদলবদল হয়ে গিয়েছে। অন্য কেউ নিয়ে গিয়ে বাবলু পোল্লের দেহ দাহ করে দিয়েছে। আর ঠিক এটা নিয়েই উঠছে প্রশ্ন। ময়নাতদন্তের নির্দিষ্ট নিয়ম থাকার পরও কীভাবে সাজাপ্রাপ্ত এক বন্দির দেহ রদবদল হয়? উঠছে প্রশ্ন। তা নিয়ে এবার মামলা দায়ের হল হাই কোর্টে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *