দেগঙ্গার বোমা বিস্ফোরণে তৃণমূল-আইএসএফ রাজনৈতিক তরজা

বারাসত, ২৬ নভেম্বর (হি.স.): রবিবার উত্তর ২৪ পরগণার দেগঙ্গায় তৃণমূলের পার্টি অফিসের পিছনে বোমা বিস্ফোরণে উড়ল কিশোরের আঙুল। জখম কিশোর হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায়। তৃণমূলের দাবি, তাদের দলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করতেই ‘বিরোধী’রা তাদের পার্টি অফিসের পাশে এই বোমা রেখে গিয়েছে। বিশেষ করে তাদের অভিযোগের আঙুল আইএসএফ-এর দিকে। অন্যদিকে, তারা বোমা-গুলির রাজনীতি করে না বলে, এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ। তাদের পাল্টা প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় তো বোমা-গুলি উদ্ধারের কথা বলেছিলেন, এখন কীকরে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পাশ থেকেই বোমা পাওয়া যাচ্ছে?

এদিকে, এই বোমা রাখা প্রসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা শাহাবুল সদ্দার বলেছেন, “সামনে লোকসভা নির্বাচন রয়েছে। তৃণমূল কংগ্রেসকে বদনাম করতে, আইএসএফ চক্রান্ত করে বাগানের মধ্যে পার্টি অফিসের গায়ে এই ভাবে বোমা রেখে গিয়েছে বলে, আমাদের সন্দেহ। বিশ্বকাপ শেষ, ভারত হেরে গিয়েছে। তাই পার্টি অফিসে এখন বেশি লোকজন আসছে না। তারই সুযোগ নিয়েছে ওরা।”
অন্যদিকে, আইএসএফ-এর উত্তর ২৪ পরগণা জেলা সম্পাদক মহম্মদ কুতুবুদ্দিন বলেছেন, “আইএসএফ বোম-গুলির রাজনীতি করে না। যেখান থেকে বোমাগুলি উদ্ধার হয়েছে, সেটা তৃণমূলের পার্টি অফিসের পাশেই। কাজেই এই বোমগুলো কারা মজুত করল, পুলিশ প্রশাসনকে বলব তার সঠিক তদন্ত করতে। যে ভাইয়ের ক্ষতি হয়েছে, তার ক্ষতির দায় রাজ্য সরকার এবং দেগঙ্গার স্থানীয় প্রশাসনকে নিতে হবে, তাকে ক্ষতিপূরণ দিতে হবে।”
প্রসঙ্গত, রবিবার উত্তর ২৪ পরগণার দেগঙ্গার কলসুর গ্রাম পঞ্চায়েতের শেখের মোড় এলাকায় তৃণমূলের পার্টি অফিসের পিছনেই রয়েছে একটি আম বাগান। আর সেই বাগানেই খেলছিল স্থানীয় কিশোর আরমান গাজী। পার্টি অফিসের গা ঘেষেই একটি ব্যাগ রাখা ছিল। ব্যাগের মধ্যে কী রাখা আছে, তা দেখতে গিয়েছিল কৌতূহলী কিশোর। সে দেখেছিল, ব্যাগে বলের মতো দেখতে পাঁচটি বস্তু রয়েছে। এরপর, সেগুলি সে হাতে করে তুলে দেখতে যায়। আর সেই সময়ই কোনওভাবে একটি বোমায় প্রচণ্ড বিস্ফোরণ হয়। আরমান গাজীর হাতের আঙুল উড়ে যায় এবং তার বাঁ হাতের মাংসপেশিতেও গভীর ক্ষত তৈরি হয়। বোমার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসেছিলেন। তাঁরাই খবর দেন দেগঙ্গা থানায়। দেগঙ্গা থানা ও চাকলা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যাগের মধ্য থেকে তিনটি তাজা বোমা রয়েছে। বোমাগুলি নিরাপদে উদ্ধার করার জন্য বোমা নিষ্ক্রিয়কারী বাহিনীকে খবর দেওয়া হয়েছে। যা নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে তৃণমূল-আইএসএফ-এর মধ্যে । তবে, কে বা কারা এই বোমা ভরা ব্যাগটি সেখানে রেখেছিল, তা তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *