নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর : কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের শাসকদল বিজেপি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে।
আজ আগরতলা কুঞ্জবনস্থিত অতিথিশালায় রাজ্যের মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা, বিজেপি সর্বভারতীয় সম্পাদিকা পঙ্কজ গোপীনাথ মুণ্ডে এবং প্রদেশ সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুর উপস্থিতিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এদিন শুরুতেই প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান শোনা হয়। তার পরে শুরু হয় এদিনের মূল বৈঠক। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই বৈঠকের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
এদিনের এই বৈঠক সম্পর্কে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচনের রণকৌশল তৈরি করতে ই এদিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের দুটি আসনই যেন বিজেপির দখলে যায় সেজন্য সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
রাজ্য ও কেন্দ্রে শাসন ক্ষমতা থাকলেও কোন ধরনের ঝুঁকি নিতে চাইছে না শাসক দল বিজেপি। সে কারণেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির মধ্য দিয়ে রাজ্যের লোকসভার দুটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বিজেপি।
রবিবার রাজধানী আগরতলা শহরের গীতাঞ্জলি অতিথিশালায় বিজেপির রাজ্য কমিটির কর্মকর্তাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সাংগঠনিক সভা থেকে বিজেপির সংগঠনকে তৃণমূল স্তর পর্যন্ত আরো শক্তিশালী করার উপর প্রত্যেক নেতৃত্ব গুরুত্ব আরোপ করেছেন।
আর কয়েক মাস বাদেই ত্রিপুরা রাজ্যের দুটি আসনে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই রাজ্যের শাসকদল বিজেপি জোড় প্রস্তুতি শুরু করে দিয়েছে। লক্ষ্য একটাই, আসন্ন লোকসভা নির্বাচনে দুটি আসনেই বিজেপির জয় নিশ্চিত করা।
উল্লেখ্য, উক্ত বৈঠকে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেব্বর্মন, বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু সহ সমস্ত মন্ত্রী-বিধায়কগণ।
উপস্থিত ছিলেন সাংসদ থেকে শুরু করে রাজ্য ও জেলাস্তরের বিভিন্ন পদাধিকারীগণ। এদিন বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রীর ১০৭ তম মন কি বাত অনুষ্ঠান শোনেন সকলে। প্রধানমন্ত্রীর মার্গ দর্শনে ত্রিপুরার দুটি লোকসভা কেন্দ্রের নির্বাচনে সকল স্তরের নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার জন্য বৈঠক থেকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।