জয়পুর, ২৫ নভেম্বর (হি.স.): আঁটোসাঁটো নিরাপত্তায় মরুরাজ্য রাজস্থানে শুরু হয়েছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ভোটগ্রহণকে ঘিরে যাতে কোনও রকম অপ্রীতিকর ও অপ্রত্যাশিত ঘটনা না ঘটে, তাই নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজস্থানে মোট বিধানসভা আসনের সংখ্যা ২০০, তার মধ্যে ১৯৯টি আসনে এদিন ভোটগ্রহণ চলছে, করনপুর আসনের কংগ্রেস প্রার্থী প্রয়াত হওয়ার কারণে এই আসনে ভোটগ্রহণ হচ্ছে না।
মোট পোলিং বুথের সংখ্যা ৫১ হাজার ৫০৭। মোট প্রার্থীর সংখ্যা ১৮৬২, প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করছেন প্রায় ৫ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ভোটার। ভোটগ্রহণ যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তাই এক লক্ষ দুই হাজারের বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। ভোটগ্রহণকে ঘিরে সকাল থেকেই মানুষের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
ভোট দেওয়ার আগে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “আমি সমস্ত ভোটারদের কাছে ভোট দেওয়ার জন্য আবেদন করেছি…রাজস্থানে সরকার গঠন করতে চলেছে বিজেপি।” বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে, যিনি ঝালরাপাটন বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি এদিন সকালে ঝালাওয়ারের একটি মন্দিরে প্রার্থনা করছেন। কেন্দ্রীয় মন্ত্রী কৈলাশ চৌধুরী বাড়মেরের বেতুতে একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন। কৈলাশ চৌধুরী বলেন, “এটি গণতন্ত্রের উৎসব। রাজস্থানে দুর্নীতি, অপরাধ বৃদ্ধি, ধর্ষণ ও তোষণের ক্রমবর্ধমান ঘটনা থেকে মুক্তির জন্য আমরা সবাই বিজেপিকে ভোট দিয়েছি। কংগ্রেস সরকার ভবিষ্যতে কখনও রাজ্যে ক্ষমতায় আসবে না, কারণ গত পাঁচ বছরে রাজ্যের মানুষের অনেক ক্ষতি হয়েছে…বিজেপি নিশ্চিতভাবেই ১৫০টির বেশি আসন পাবে।”

