Rajasthan Election : চুরুতে বুথে প্রচণ্ড লাথি ও ঘুষি মারার ঘটনা, সিকারে প্রার্থী ও সাংসদের মধ্যে হাতাহাতি, মরুরাজ্যে ভোটগ্রহণ ঘিরে উত্তেজনা

জয়পুর, ২৫ নভেম্বর : রাজস্থানে বিধানসভা নির্বাচনের ভোটের সময়, অনেক জায়গায় প্রার্থী, এজেন্ট এবং কর্মীদের মধ্যে বাকবিতণ্ডার খবর পাওয়া গিয়েছে। চুরুতে বিজেপি প্রার্থী হরলাল সাহারান এবং কংগ্রেস এজেন্টের মধ্যে হাতাহাতি হয়েছিল, যার কারণে বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়েছিল।

সিকারে বিজেপির বিদ্রোহী তথা নির্দলীয় প্রার্থী তারাচাঁদ ধায়াল এবং সাংসদ সুমেদানন্দের মধ্যে তুমুল বাকবিতন্ডা হয়েছে। সেখানে পিঁপড়ালি বুথে নির্দলীয় প্রার্থী তারাচাঁদ ধায়াল সাংসদ সুমেদানন্দকে হুক্কার দিয়ে বলেন, আপনি এবার টিকেট পাবেন না। আপনি জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। একথা শুনে সাংসদ উত্তেজিত হয়ে বলেন, বিদ্রোহীদের সঙ্গ দিতে পারব না। এরপরই দুইজনের মধ্যে তুমুল বাকবিতন্ডা শুরু হয়ে গেলে ভিড় একত্রিত হয়ে যায়। শেষে স্থানীয় দের হস্তক্ষেপে দুইজনের মধ্যে তীব্র বাদানুবাদের মীমাংসা হয়েছে।

অন্যদিকে, দৌসায় বুথ দখলের অভিযোগ করেছে বিজেপি। এজন্য দিল্লির মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়ে বুথে অতিরিক্ত বাহিনী পাঠানোর দাবি জানানো হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছেন দৌসার বিজেপি প্রার্থী। বিকানেরের একটি ভোটকেন্দ্রে এক ভোটারের মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়া নিয়ে হট্টগোল হয়েছে। এর জেরে ভোটারদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ধস্তাধস্তি হয়। নিরাপত্তারক্ষী ওই যুবককে ধাক্কা দিলে পরিস্থিতি এলোমেলো হয়ে যায়, কিন্তু শীঘ্রই বিষয়টি সামাল দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *