জয়পুর, ২৫ নভেম্বর : ভোটগ্রহণ চলছে মরুরাজ্য রাজস্থানে। দুপুর ৩টা পর্যন্ত রাজস্থানের বিধানসভা নির্বাচনে ভোটের হার ৫৫.৬৩ শতাংশ।
মুখ্যমন্ত্রী অশোক গেহলট সহ হেভিওয়েট নেতা মন্ত্রীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট মন্ত্রী অমিত শাহ এক্স বার্তায় রাজস্থানে সকল ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আবেদন জানিয়েছেন।
প্রসঙ্গত, রাজ্যে ৫ কোটি ২৬ লক্ষ ৯০ হাজার ১৪৬ জন ভোটারের ৫১ হাজার ৮৯০টি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের প্রক্রিয়া চলছে।

