চড়িলাম,২৫ নভেম্বর।।শারদোৎসব বাঙালি শ্রেষ্ঠ উৎসব।জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এই উৎসবে মেতে উঠে। শুক্রবার বিশালগড় নতুন টাউন হলে ঢাকের আওয়াজ শুনে সকলে খনিকের জন্যে হলেও শারদোৎসবের দিনগুলোতে ফিরে গিয়েছিলেন। দেবী দুর্গার বিদায়ের একমাস অতিক্রান্ত হওয়ার পর এবার বিশালগড় ও জম্পুইজলা জেলার বিভিন্ন পূজা মন্ডপ গুলোর মধ্যে সেরা ১৩টি দুর্গা পূজা উদ্যোক্তাদের শারদ সন্মান প্রদান করা হয়।
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয় ষষ্ঠ বিজয়া সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, জার্নালিস্টস এসোসিয়েশনের রাজ্য সভাপতি ধ্রুব রঞ্জন সেন, সম্পাদক সুনীল দেবনাথ। সভাপতিত্ব করেন সংগঠনের মহকুমা সভাপতি সমীর ভৌমিক।
স্বাগত বক্তব্য রাখেন মহকুমা সম্পাদক খোকন ঘোষ।অতিথিদের হাত ধরে ভবতোষ ঘোষের সম্পাদনায় স্মরণিকা “সংবাদদাতা” র মলাট উন্মোচন করা হয়। এবছর বিশালগড় এবং জম্পুইজলা মহকুমার সেরা ১৩ টি দুর্গাপূজা উদ্যোক্তাদের শারদ সম্মান প্রদান করা হয়। সেরা ক্লাবগুলি হলো অফিসটিলা যুবক সংঘ, তরুণ সংঘ, নবতারা সংঘ, বিশ্বপ্রিয় ক্লাব, টিএসআর সপ্তম বাহিনী ( জম্পুইজলা) মধুপুর প্লে সেন্টার, দক্ষিণ চড়িলাম যুব সংস্থা, প্রগতি সংঘ, মধ্যলক্ষীবিল পূজা কমিটি, হামবাই ক্লাব ( জম্পুইজলা), গোলাঘাটি দক্ষিণ বাজার পূজা কমিটি, বিজয়ী সংঘ, বীর সন্ন্যাসী বিবেকানন্দ ক্লাব। অনুষ্ঠানে শ্রীভূমি মিউজিক্যাল গ্রুপের শিল্পীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন রাজ্যের উন্নয়নের সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নেশা মুক্ত সমাজ গঠনে সরকার সাংবাদিক সাধারণ মানুষের সক্রিয়তা বেড়েছে। সবাই মিলে রাজ্যের উন্নয়নকে তরান্বিত করতে হবে। তিনি বলেন দেশাত্মবোধ জাগ্রত হলে সমাজের সকল অপরাধ দূর হবে।
আমরা দেবী দুর্গার আরাধনা করছি। কিন্তু মনে রাখতে হবে জীবন্ত দুর্গাদের যাতে অসম্মান না হয়। বিধায়ক সুশান্ত দেব বলেন নেশা মুক্ত, বৃদ্ধাশ্রম মুক্ত, বাল্য বিবাহ মুক্ত বিশালগড় গড়তে সকল ক্লাব সামাজিক সংগঠন সাংবাদিক বন্ধুদের নিয়ে কাজ করবো। জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত বলেন এ বছর ক্লাবগুলো পূজার পাশাপাশি সামাজিক কাজে নিজেদের যুক্ত করেছে। বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ বলেন এ ধরনের আয়োজন প্রশংসার দাবি রাখে। এ বছর শান্তিপূর্ণ ভাবে শারদ উৎসব সম্পন্ন হয়েছে। সবচেয়ে আকর্ষনীয় ছিল মন্ত্রী সুধাংশু দাসের কন্ঠে গাওয়া দুটি মাটির গান।যা শুনে অনুষ্ঠানে উপস্থিত শ্রোতারা মুগ্ধ হয়ে গিয়েছিলেন। অনুষ্ঠানের শেষে ১৩ টি ক্লাবের পূজা উদ্যোক্তাদের হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিগণ। উক্ত অনুষ্ঠানে আগত বিভিন্ন ক্লাবের সদস্য দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো
ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস এসোসিয়েশন বিশালগড় মহকুমা কমিটির ২০২৩ বিজয়া সন্মেলন।