আগরতলা, ২৫ নভেম্বর: ফেলোশিপ পেলেন রাজ্যের কৃতী চিকিৎসকরা। এ উপলক্ষে আজ এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানকে কেন্দ্র করে ফেলোশিপ প্রাপ্ত চিকিৎসকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।
আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও জি বি পি হাসপাতাল ত্রিপুরা মেডিকেল কলেজ এবং আই জি এম-এর বিশিষ্ট চিকিৎসকদের আজ ফেলোশিপ পুরস্কারে ভূষিত করা হয়েছে।আগরতলার হাঁপানিয়াস্থিত ইনডোর এক্সজিবিশন সেন্টারে ২৪ নভেম্বর থেকে ২৬ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে অ্যানুয়াল
কনফারেন্স অব ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ক্লিনিক্যাল মেডিসিন-এর সম্মেলন। আজ এক সমাবর্তন অনুষ্ঠানে রাজ্যের কৃতী চিকিৎসক ডা. অরুণাভ দাশগুপ্ত, ডা. অরিন্দম দত্ত, ডা. পরিমল সরকার,ডা. পিযূষ দত্ত (অবসরপ্রাপ্ত ,জিবিপি) ডা.প্রণব দত্ত (আইজিএম) ও ডা. স্বপন সরকারকে চিকিৎসা-ক্ষেত্রে তাঁদের অবিস্মরণীয় অবদানের জন্য ফেলোশিপ সম্মানে ভূষিত করা হয়।

