রাজস্থানে আবারও প্রত্যাবর্তন হবে কংগ্রেসের : অশোক গেহলট

জয়পুর, ২৫ নভেম্বর (হি.স.): রাজস্থানে আবারও প্রত্যাবর্তন হবে কংগ্রেসের। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন রাজস্থানের মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা অশোক গেহলট। তিনি বলেছেন, আজকের পর বিজেপিকে আর দেখা যাবে না। শনিবার সকালে সরদারপুরার একটি ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিয়েছেন অশোক গেহলট। ভোট দেওয়ার আগে তিনি নিজ সমর্থকদের সঙ্গে দেখা করেন। পোলিং বুথের দিকে যাওয়ার সময় স্থানীয় মানুষজন গেহলটকে অভ্যর্থনা জানান। ভোট দেওয়ার পরই গেহলট বলেছেন, রাজস্থানে আবারও প্রত্যাবর্তন হবে কংগ্রেসের।

গেহলটের ছেলে বৈভব বলেছেন, আমার আত্মবিশ্বাস কংগ্রেস রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে। বিজেপি হতাশ, কারণ তাঁরা জানেন রাজ্যে তাঁরা পরাজিত হচ্ছে। বৈভব গেহলটও এদিন সকাল সকাল নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *