আগরতলা, ২৫ নভেম্বর : রক্তদান মহৎ দান।ত্রিপুরা ছোট রাজ্য হলেও প্রায় ৪০ হাজার ইউনিট রক্তের দরকার হয়। তাই রাজ্যের বিভিন্ন সংস্থাগুলো সামাজিক কাজে এগিয়ে এসেছে। আজ রাজধানীর এম.বি.বি ক্লাব সংলগ্ন সদ্ভাবনা সামাজিক সংস্থার পক্ষ থেকে আয়োজিত ১০ তম স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করে একথা বলেন মন্ত্রী টিংকু রায়।
এদিন তিনি সমস্ত রক্তদাতা ও সংস্থার সদস্যদের এইরকম সামাজিক কাজের জন্য সাধুবাদ জানিয়েছেন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য , আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট জানেরা।
এদিন টিঙ্কু রায় বলেন, রক্তদান মহৎ দান। ত্রিপুরা ছোট রাজ্য হলেও প্রায় ৪০ হাজার ইউনিট রক্তের দরকার হয়। তাই রাজ্যের বিভিন্ন সংস্থাগুলো সামাজিক কাজে এগিয়ে এসেছে।

