প্রতিপক্ষ শক্তিশালী হরিয়ানা হলেও একমাত্র জয়ের শেষ চেষ্টা ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। টানা পরাজয়ে বিপর্যস্ত ত্রিপুরা তালিকায়ও তলানীতে। মানসিকভাবেও অনেকটা ভেঙ্গে পড়েছে ত্রিপুরার ক্রিকেটাররা। ওই অবস্থায় আগামীকাল গ্রুপ লিগে অপর শক্তিশালী সেরা দল হরিয়ানার মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। সামান্য মনের জোরেই মাঠে নামতে চাইছে ত্রিপুরার মেয়েরা। অনূর্ধ্ব-‌১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। রায়পুরে আর ডি সি এ গ্রাউন্ডে হবে ম্যাচটি। আপাতত ৪ ম্যাচ খেলে হরিয়ানা পুরোপুরি অপরাজেয় থেকে মূল পূর্বে খেলা নিশ্চিত করে নিয়েছে। আগামীকাল ত্রিপুরার বিপক্ষে ব্যাটিং বোলিং দুটোই মূলতঃ প্র্যাকটিস করে নেওয়ার লক্ষ্যে হরিয়ানা খেলবে। অপরদিকে ত্রিপুরার একটি সুপ্ত ইচ্ছে রয়েছে, হরিয়ানাকে হারানোর মতো অঘটন ঘটিয়ে একমাত্র জয়ের স্বাদ পেয়ে ঘরে ফিরতে। ক্রিকেট অনিশ্চয়তার খেলা। আদৌ সেটা সম্ভব হবে কিনা মাঠের রেজাল্টেই তা জানান দেবে। আগামীকাল অন্তিম ম্যাচের আগে এ পর্যন্ত চারটি ম্যাচে ত্রিপুরা কিন্তু কোনও জয়ের দেখা পায়নি। প্রথম ম্যাচে মধ্যপ্রদেশের কাছে ৬ উইকেটে, দ্বিতীয় ম্যাচে সৌরাষ্ট্রের কাছে ৬১ রানে, তৃতীয় ম্যাচে উত্তরাখণ্ডের কাছে ১০ উইকেটে এবং চতুর্থ ম্যাচে কেরালার কাছে ২৬২ রানের বিশাল ব্যবধানে হেরে আগামীকালও হয়তো একটা পরাজয় অপেক্ষা করছে ত্রিপুরার জন্য। ক্রিকেট বিশেষজ্ঞরা সেটাই ভাবছেন। এরকম সঙ্গীন অবস্থায় হরিয়ানার বিরুদ্ধে ত্রিপুরার অনভিজ্ঞ মেয়েরা আগামীকাল কতটা লড়াই করতে পারবে তা নিয়ে চিন্তায় টিম ম্যানেজমেন্টও। শুক্রবার হাল্কা অনুশীলন সেরে নেয় পারমিতা-‌রা। ত্রিপুরার বোলাররা ভালো বল করার চেষ্টা করলেও ব্যাটসম্যান-‌রা চূড়ান্ত ব্যর্থ হচ্ছে। এখানেই সমস্যা দেখা দিয়েছে। হরিয়ানার বিরুদ্ধে এই ঘটনার পরিবর্তন যাতে না হয় তার জন্য ব্যাটসম্যামনদের সঙ্গে আলাদা ভাবে কথা বলেন ত্রিপুরার কোচ। উইকেটে পড়ে থাকার পাশাপাশি স্কোরবোর্ড সচল রাখার দিকেও যাতে জোর দেয় তা বুঝিয়ে দেন মেয়েদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *