বেসরকারি সংস্থায় নিয়োগের জন্য রিক্রুটমেন্ট ড্রাইভ

আগরতলা, ২৩ নভেম্বর: ভারত সরকারের ন্যাশনাল কেরিয়ার সার্ভিস প্রকল্পের আওতায় রাজ্যের মডেল কেরিয়ার সেন্টার, ডিস্ট্রিক্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, আগরতলার ব্যবস্থাপনায় আজ রিক্রুটমেন্ট ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে। তিনটি বেসরকারি সংস্হায় মোট ৫১৭টি পদে লোক নিয়োগ করা হবে।

আজ  সকাল ১১ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে রিক্রুটমেন্ট ড্রাইভ। শূন্যপদগুলি হল জেনারেল সার্ভিস অ্যাটেনডেন্ট শূন্য পদ রয়েছে ৪০০ টি।তাতে বেতন ক্রম রয়েছে ১০৫০০ টাকা এবং খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা। ও আর ডাবলু কাম কাউন্সিলর। শূন্য পদ রয়েছে ১টি। বেতনক্রম ১২৫০০ টাকা।

তাছাড়া, এক্সিকিউটিভ অ্যাকাউন্টসে শূন্য পদ রয়েছে ১টি। তাতে বেতন ক্রম ১৫০০০ টাকা থেকে ২৫ হাজার টাকা।সেলস এক্সিকিউটিভ শূন্য পদ রয়েছে ১৫ টি। বেতনক্রম ৮ হাজার টাকা পাশাপাশি তেলের জন্য অ্যালাউন্স আছে ১০০০ টাকা মোবাইল বিল আছে ৩০০ টাকা।