BRAKING NEWS

করিমগঞ্জ সিভিল হাসপাতালে এইচআইভি ও সিফিলিস নির্মূলীকরণে হাসপাতাল ভিত্তিক সচেতনতা প্রশিক্ষণ অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম) ২৩ নভেম্বর (হি.স.) : রাষ্ট্রীয় এইডস নিয়ন্ত্রণ সমিতি সমস্ত দেশ জুড়ে এইচআইভি ও সিফিলিস নির্মূলের লক্ষ্যে NACP-V এর অন্তর্গত বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । সেই পদক্ষেপগুলোকে জেলাস্তরে প্রয়োগ করার উদ্দেশ্যে করিমগঞ্জ জেলা এইডস নিয়ন্ত্রণ অফিস আজ হাসপাতাল ভিত্তিক টেকনিক্যাল কর্মী তথা বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার কর্মীদের জন্য এক প্রশিক্ষণের আয়োজন করা হয় । সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা স্বাস্থ্য সঞ্চালক ডাঃ রাজীব কুমার বরুয়া, বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ সিভিল হাসপাতালের সুপার ডাঃ মৃণ্ময় দেব, ডেপুটি সুপার ডাঃ লিপি দেব, ডাঃ আশীস কুমার বিশ্বাস, ডাঃ জিয়াউর করিম ভুঁইয়া ।

ডিস্ট্রিক্ট এইডস কন্ট্রোল অফিসার ডাঃ বি. কে. সরকারের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয় । পরে জেলা স্বাস্থ্য সঞ্চালক, হাসপাতাল সুপার ও ডেপুটি সুপার নিজেদের বক্তব্যে এইচআইভি, এইডস ও সিফিলিস নির্মূলে সকলকে এক সুত্রে কাজ করার আহ্বান জানান । পরে উপস্থিত সকলকে প্রশিক্ষণ দেন ডাঃ আশীস কুমার বিশ্বাস, দিশা ক্লাস্টার প্রোগ্রাম ম্যানেজার অনুপ কুমার দত্ত এবং রিসোর্স পার্সন মিঠুন রায় । অনুষ্ঠানে দিশার পক্ষ থেকে উপস্থিত ছিলেন ক্লিনিকাল সার্ভিসেস অফিসার সঈদ সেলিম হক, ডিএমডিও তাসনিম নেসা । সবশেষে কাউন্সিলর মাধবী দেব এর ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *