ধলাই নদীর উপরে সেতু নির্মানে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধলাই, ২৩ নভেম্বর : ধলাই নদীর উপরে সেতু নির্মাণ কাজে মারাত্মক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। কুমারঘাট থেকে কমলপুর হয়ে খোয়াই ভায়া আগরতলা ২০৮ নং জাতীয় সড়কের এরারপার সংলগ্ন ধলাই নদীর উপর একটি পাকা সেতু নির্মাণের কাজ চলছে। এই  নির্মীয়মান  পাকা সেতুর কাজ নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় নাগরিক।

স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিধায়ক অঞ্জন দাস বুধবার এই নির্মান কাজ পরিদর্শনে গিয়েছিলেন। অভিযোগের সত্যতা প্রত্যক্ষ করে ঘটনাস্থল থেকেই জেলা প্রশাসনকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। জনস্বার্থে দ্রুত পদক্ষেপ  নেওয়ার জন্যও এদিন দাবি জানিয়েছেন তিনি।

এলাকাবাসীর অভিযোগক্রমে ঘটনাস্থলে গিয়ে প্রাক্তন বিধায়ক দেখেছেন, এরারপার ধলাই নদীর উপর ২০৮ নং জাতীয় সড়কের যোগাযোগের জন্য যে সেতু নির্মাণ হচ্ছে সেই সেতুর আরসিসি পিলারের উপর যে ভীম তৈরি হচ্ছে তাতে প্রচুর  ফাটল দেখা দিয়েছে।  প্রাক্তন বিধায়ক যাওয়ার আগেই সিমেন্ট দিয়ে ফাটল ভরাট করা হয়েছে এবং তাতে রং লাগিয়ে দেওয়া হয়েছে বলে দাবি উঠেছে।
 নদীর দুইপাশের পিলারের যে সংযোগস্থল সেই জায়গায় রয়েছে বিশাল ফাটল। পাশাপাশি  পিলারের উপর নির্মীয়মান লিন্টনে প্রচুর স্থানে রয়েছে ফাটলের দৃশ্য। যা সিমেন্ট দিয়ে ভরার চেষ্টা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ ব্রীজে ব্যবহৃত যে ধরনের রড ব্যবহার করা উচিত ছিল সেই ধরনের রড ব্যবহার হচ্ছে না। এছাড়াও এলাকাবাসীরা আরো অভিযোগ করেছেন নির্মীয়মান বিল্ডিং এ প্রতিদিন জল স্প্রে করা হয় না। যা  সি সি ওয়ালকে মজবুত করার জন্য কাজ করে।

 দেশের  বিভিন্ন প্রান্তে সেতু নির্মাণে দুর্নীতির ফলে সেতু ভেঙ্গে প্রচুর মানুষের জীবনহানী ঘটছে । এই ধরণের ভয়ঙ্কর ঘটনা এড়ানোর জন্যই  যথাযথভাবে তদন্ত সাপেক্ষে বিজ্ঞানসম্মত ব্যবস্হার পাশাপাশি এই সেতুর সঙ্গে ঌ টি গরীব পরিবার নির্মান সংস্হা ও প্রশাসনের উদাসিনতার জন্য গত ১৭ ই নভেম্বর  মিধিলির অকাল বৃষ্টিতে ব্যাপক ক্ষতির সম্মুখীন  হওয়া পরিবার ও কৃষকদের পর্যাপ্ত সাহায্যের করার দাবী জানিয়েছেন তিনি। পাশাপাশি সঠিক পদ্ধতিতে এই সেতু নির্মাণ করার জন্য দাবি জানিয়েছেন প্রাক্তন বিধায়ক।