চন্ডীগড়, ২২ নভেম্বর (হি.স.) : পঞ্জাব পুলিশ ভাটিন্ডায় পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই সমর্থিত তিন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করেছে। এর পাশাপাশি পুলিশ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। পঞ্জাব পুলিশের মহাপরিচালক গৌরব যাদব বুধবার এক্স-এ পোস্ট করে এই তথ্য জানিয়েছেন। ধৃত জঙ্গিরা পঞ্জাবে টার্গেট কিলিং এর প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ। পঞ্জাবের এক ধর্মীয় নেতা সন্ত্রাসবাদীদের টার্গেটে ছিলেন। অভিযুক্তরা কুলবিন্দর সিং কিন্ডা এবং হরচরণ সিংয়ের সঙ্গে যোগাযোগ করেছিল, সাংগরুর জেলে ইউএপিএর অধীনে বন্দী ছিল। অনেক দিক পর্যবেক্ষণ করে এই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ।
গৌরব যাদব জানান, আইএসআই-এর মাধ্যমে কাউন্টার ইন্টেলিজেন্স টিম পঞ্জাবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনকারী তিন জঙ্গিকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম, রাজভুপিন্দর সিং, রমন কুমার এবং জগজিৎ সিং। অভিযুক্তদের কাছ থেকে ৮টি পিস্তল, ৯টি ম্যাগাজিন ও ৩০টি জীবন্ত কার্তুজ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তরা মধ্যপ্রদেশ ও উত্তরপ্রদেশ থেকে এসব অস্ত্র কিনেছিল। অভিযুক্তদের বিরুদ্ধে বাটিন্ডায় মামলা রুজু করে পরবর্তী পদক্ষেপ শুরু করেছে পুলিশ।

