বাস ও পিক আপ ভ্যানের মুখোমুখী ধাক্কা, আহত কমপক্ষে ২০

বাঁকুড়া, ২২ নভেম্বর (হি.স.) : বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী একটি যাত্রী বোঝাই বেসরকারি বাস ও ওল্টো দিক থেকে আসা বাদাম বোঝাই পিক আপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষ হয়। বুধবার সকালে এই ঘটনায় বাস ও পিক আপ ভ্যানের চালক সহ কমপক্ষে ২০ জন যাত্রী জখম হয়েছেন । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া বিষ্ণুপুর ৬০ নম্বর জাতীয় সড়কের উপর ওন্দা পোস্ট অফিসের সামনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাঁকুড়া থেকে বিষ্ণুপুরে যাচ্ছিল একটি যাত্রীবাহি বাস। সেই সময় বিষ্ণুপুর দিক থেকে আসা বাদাম বোঝাই যে পিক আপ ভ্যানের সামনের চাকা বাস্ট হয়। চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের ডানদিকে সজোরে ধাক্কা মারে। সামনেই ওন্দা থানা । প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ এসে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উদ্ধার কাজ শুরু করে। পিক আপ ভ্যানের চালক স্টিয়ারিং এর সাথে সেঁটে যায়। তাকেও জখম অবস্থায় উদ্ধার করলেও বিপদমুক্ত বলে জানা গেছে। বাসের চালকও গুরুতর জখম হয়েছেন। এছাড়াও বাসের ২০ জন যাত্রী জখম হয়েছেন। সকলকেই ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।