নিজস্ব প্রতিনিধি, পানিসাগর, ২২ নভেম্বর : দীর্ঘ আন্দোলনের পর রাজ্য সরকার এবং রেলওয়ে দপ্তরের যৌথ উদ্যোগে দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে পানিসাগরের চন্দ্রহালামপাড়া বাসীর। চন্দ্র হালাম পাড়ার উপর দিয়ে যাওয়া রেল ব্রীজটির কাজ দ্রুত গতিতে সম্পন্ন করতে আগরতলা – ধর্মনগর রুট বন্ধ রেখে হচ্ছে কাজ। আজ এই ব্রীজের কাজের জন্য প্রায় ৪ ঘণ্টা বন্ধ ছিল আগরতলা – ধর্মনগর রেল রুট।
দীর্ঘদিন ধরে পানিসাগর চন্দ্রহালাম পাড়ার জনগণদের দাবি ছিল একটি রেলওয়ে ক্রসিং-এর সুব্যবস্থা করা। কেননা চন্দ্রহালাম পাড়ার ওপর দিয়ে অতিক্রম করা রেল লাইনটি, পানিসাগর জাতীয় সড়ক থেকে চন্দ্রহালাল পাড়ায় যাতায়াতের মূল সড়কটির উপর দিয়ে যায়। এর ফলে ধর্মনগর-আগরতলা রুটের প্রতিটি ট্রেন এই রেললাইনের ওপর দিয়েই যাতায়াত করত।
এর ফলে এই এলাকার জনগণদের অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়। প্রতি নিয়ত জীবনের ঝুঁকি নিয়ে তারা ওই রেল লাইনের উপর দিয়ে যাতায়াত করেন। রাস্তার উপর দিয়ে রেললাইন থাকা সত্বেও রাস্তার দুধারে ছিল না কোন ক্রসিং গেট। ফলে এই এলাকায় দুর্ঘটনা প্রায়শই লেগে থাকে। এমনকি রাস্তা দিয়ে মোটর গাড়ি অতিক্রমকালে রেল লাইনে চাকা আটকে পড়ে, ফলে পরবর্তীতে এই মোটর গাড়ির কারনে রেল দূর্ঘটনার কবলে পরে। ধীরে ধীরে এই রেল ক্রসিংটি স্থানীয় এলাকাবাসীদের কাছে একটি আতঙ্কের বিষয় হয়ে দাঁড়ায়। এলাকা জুড়ে দাবি উঠতে থাকে রেল দপ্তর যেন অতিসত্বর এই সংশ্লিষ্ট স্থানে একটি ব্রিজ তৈরি করার ব্যবস্থা নেয়।
স্থানীয়রা জানিয়েছেন ১৯৯৯ সাল থেকে এলাকায় রেল লাইনের উপর যাতায়াতের একটি ব্রীজ তৈরি করার দাবি উঠেছিল এলাকায়। ধীরে ধীরে এই দাবি আরো জোড়ালো হতে থাকে। একটা সময় স্থানীয় এলাকাবাসীরা মিলে রেললাইনে বসে রেলের জেনারেল ম্যানেজারের স্পেশাল ট্রেন আটকে দেন। এলাকাবাসীর চাপে পড়ে তখন জেনারেল ম্যানেজার সংশ্লিষ্ট স্থানে রেল থেকে নামতে বাধ্য হয়েছিলেন। তখন এলাকাবাসীদের সাথে আলোচনা শেষে এই ব্রীজ তৈরির বিষয়টি খুব শীঘ্রই দেখবেন বলেও আশ্বাস দিয়েছিলেন।
এছাড়াও বহুদিন একই দাবিতে স্থানীয়রা রেল অবরোধও করে যান। একটা সময় বাধ্য হয়ে উত্তরের জেলা শাসকের তত্ত্বাবধানে রেলওয়ে দপ্তরের সাথে আলোচনার পর রাজ্য সরকারের অর্থানুকুল্যে রেলওয়ে দপ্তর বিগত দু বছর পূর্বে আন্ডার ব্রিজের কাজ শুরু করে। বর্তমানে কাজ সম্পন্ন হওয়ার পালা। এই কাজ সম্পূর্ণ করতে ইতিমধ্যে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।
বুধবার রেলওয়ে দপ্তরের জনৈক আধিকারিক জানিয়েছেন, বিগত কয়েকদিন যাবত আগরতলা – ধর্মনগর রুট কিছু সময়ের জন্য বন্ধ করে চলছে এই ব্রীজ নির্মাণের কাজ।
আজ ছিল প্রায় চার ঘন্টা রেললাইন বন্ধ ছিল। এর ফলে এই দিন শিলচর আগরতলা এবং আগরতলা শিলচর রেল চলাচলে কিছুটা বিলম্ব হয়। সরকারের দেওয়া প্রায় আড়াই কোটি টাকার খরচে তৈরি হচ্ছে এই ব্রিজ। উনি আরো জানিয়েছেন, আশা করা হচ্ছে আগামী ডিসেম্বর মাসেই কাজ শেষ হয়ে যাবে।
এই ব্রীজের কাজ তড়িৎ গতিতে এগিয়ে যাওয়ায় স্থানীয় গ্রামবাসীরা রাজ্য সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। রাজ্য সরকারের তৎপরতায় এবং রেলওয়ে দপ্তরের সহযোগিতায় স্থানীয় জনগণ এবার অনেকটাই নিশ্চিন্তভাবে চলাফেরা করবে বলে তাদের আশা। কেননা এ এলাকার কচিকাঁচা থেকে শুরু করে সবাই এর রেল লাইন অতিক্রম করেই এতদিন যাতায়াত করত। এই রেল লাইনের উপর দিয়েই এলাকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজে যাতায়াত করে। এই ব্রীজ নির্মাণে তাদের অভিভাবকরা অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলবে বলে ধারনা করা যাচ্ছে।