মৎসব্যবসায়ীদের স্বাবলম্বী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ ত্রিপুরা প্রদেশ ফিশারম্যান কংগ্রেসের

আগরতলা, ২১ নভেম্বর: মৎসব্যবসায়ীদের স্বাবলম্বী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ত্রিপুরা প্রদেশ ফিশারম্যান কংগ্রেস।

ত্রিপুরা প্রদেশ ফিসারম্যান কংগ্রেস কমিটির উদ্যোগে আন্তর্জাতিক মৎস দিবস উদযাপন উপলক্ষে সোনামুড়ার দুর্লভনারায়ণ বাজারে মৎস্যজীবী সংবর্ধনা সভার আয়োজন করা হয়।  এই সভায় ২১ পরিবারের ৭২জন ভোটার জাতীয় কংগ্রেস দলে যোগদান করেন। সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি  আশিষ কুমার সাহা , সর্ব ভারতীয় কংগ্রেস কমিটির সম্পাদিকা শ্রীমতী জারিতা লাইফ লাং , জেলা কংগ্রেস সভাপতি  দীপক চক্রবর্তী , ত্রিপুরা প্রদেশ ফিসারম্যান কংগ্রেস কমিটির চেয়ারম্যান রাকেশ দাস, যুব নেতা জারিতা লাইফ লাং সহ অন্যান্যরা।