বিশ্বনাথ (অসম), ২১ নভেম্বর (হি.স.) : এবার লরি কিংবা মিনিট্রাক নয়, বিলাসবহুল চার চাকার আই-২০ গাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি চোরাই গরু। তবে গরু পাচারের সঙ্গে জড়িত কাউকে ধরা সম্ভব হয়নি।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোররাতে এএস ০২ এএইচ ০৪০৩ নম্বরের একটি আই-২০ চার চাকার গাড়ি থেকে উদ্ধার হয়েছে তিনটি চোরাই গরু। গাড়িটি বিশ্বনাথ চারালির দিকে যাওয়ার সময় সতিয়ার মরনৈ নদীর ওপর সেতুর রেলিঙে গিয়ে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। দুৰ্ঘটনা সংঘটিত করে গাড়ি ও গরু ছেড়ে পাচারকারীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে৷
কিছুক্ষণ পর সতিয়া পুলিশের টহলদারী দল দুৰ্ঘটনাগ্রস্ত গাড়ির কাছে আসে। পুলিশের দল গাড়ির ভিতরে কোনও যাত্রী আবদ্ধ কিনা দেখতে গিয়ে চোখ ছানাবড়া। যাত্রীর বদলে পুলিশ উদ্ধার করে তিনটি গরু৷ পরে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও গরুগুলি নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷
সতিয়া থানা কর্তৃপক্ষ জানান, গাড়ির রেজিস্ট্রেশন নম্বর দেখে তার মালিককে শনাক্ত করা হবে। উদ্ধারকৃত গরুগুলি খোয়াড়ে পাঠানো হয়েছে, জানান থানা কর্তৃপক্ষ।

