নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর : আজ গোটাদেশের সাথে রাজ্যেও প্রদেশ কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় দেশের প্রথম মহিলা প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর ১০৬তম জন্মতিথি পালিত হয়েছে। রাজ্যের প্রধান কার্যালয় সহ সর্বত্র জেলা ব্লক সহ সবকটি দলীয় কার্যালয়গুলিতেই জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন প্রয়াত প্রাত্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়েছে।
রাজ্য প্রধান কার্যালয়ে এ আইসিসির ‘র সম্পাদিকা জারিতা লাইটফলাং ও কংগ্রেস ওয়ার্কিং কমিটির স্থায়ী অন্যতম সদস্য বিধায়ক সুদীপ রায় বর্মনের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। দলীয় পতাকা উত্তোলন করেন প্রাত্তন বিধায়ক রাজ্য কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, যুব কংগ্রেসের পতাকা উত্তোলন করেন নীলকমল সাহা, এমএসইউআই এর পতাকা উত্তোলন করেন স্বরূপ শীল, সেবা দলের পতাকা উত্তোলন করেন নিত্য গোপাল রুদ্রপাল, মহিলা কংগ্রেসের পতাকা উত্তোলন করেন শ্রীমতি সর্বানী ঘোষ চক্রবর্তী।
এছাড়া প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন সভাপতি আশীষ কুমার সাহা সহ শ্রীমতি জারিতা লাইথফলাং, সুদীপ রায় বর্মন, গোপাল চন্দ্র রায়, রাজ্য কংগ্রেসের মুখপাত্র শ্রী প্রবীর চক্রবর্তী, রাজ্য কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রশান্ত সেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবিন্দ।
পরে গান্ধীঘাটস্থিত শহীদবেদিতে সকল নেতৃত্ব সহ সমস্ত স্তরের নেতাকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর স্থানীয় গান্ধীঘাট সহ সংশ্লিষ্ঠ এলাকায় নেতৃবিন্দ সহ সকলে বৃক্ষরূপন করেন। এই দিনটিতে সংহতি দিবস উপলক্ষে দলীয় কার্যালয়গুলিতে কর্মসূচি উদযাপনের পাশাপাশি রাজ্যের সর্বত্র দলীয় নেতৃবৃন্দ সহ কর্মীরা সেখানে বৃক্ষরূপন কর্মসুচিতে অংশগ্রহণ করে। এছাড়াও বিশালগড় মহকুমা হাসপাতাল ও খোয়াই মহকুমা হাসপাতালে রোগী রোগীনীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেন ও পাবিয়াছড়াতে অনাথ আশ্রমে আবাসিকদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করা সহ নানা কর্মসূচি প্রতিপালন করা হয়।