কলকাতা, ১৯ নভেম্বর (হি.স.) : উৎসবের মরশুমে এবার ছটপুজো। সূর্যদেবের উপাসনায় সামিল হলেন বহু মানুষ। গঙ্গার ঘাটে ঘাটে ভিড়। রবিবার রা্জ্য সরকারি কর্মচারীদের ছুটি থাকে। সপ্তাহান্তে ছট পুজো হওয়ার ফলে স্বাভাবিকভাবেই এদিন ছুটি। তাই উৎসব উপলক্ষে এবার আরও একদিন ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে সমালোচনা।
ঈশানি দত্ত লিখেছেন, “ছুটি কেন?” শতাব্দী ভট্টাচার্য লিখেছেন, “গর্গ কাকা কিছু বলবেন না?” এ মুখার্জি লিখেছেন, “সস্তার ভোট ব্যাঙ্ক রাজনীতি। গর্গ বরাহ চ্যাটার্জি কই?” অনয় বর্মন রায় লিখেছেন, “বাংলা পক্ষ না কী যেন? ওই মালগুলি এখন কোথায়? পায়েল সরকার লিখেছেন, “বহিরাগতদের উৎসবে ছুটি?” জিৎ বসু লিখেছেন, “বিহারি ভোটব্যাঙ্ক হাতে নেওয়ার ধান্দা শুধু।”
প্রসঙ্গত, এদিন মুখ্যমন্ত্রী ছট পুজোর উদ্বোধনে যান। সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘সাবধানে গঙ্গার ঘাটে যান, হুড়োহুড়ি করবেন না। শিশুদের নিয়ে গঙ্গার ঘাটে যাবেন না। গঙ্গাকে নোংরা করবেন না। ছট পুজো উপলক্ষ্যে সোমবারও ছুটি থাকবে। দিল্লি ছট পুজোর জন্য দুদিন ছুটি দেয় না, বাংলার সরকার দেয়”।

