রাঁচি, ১৯ নভেম্বর (হি.স.) : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন রবিবার ছট উৎসবে সকলকে অভিনন্দন জানিয়েছেন। মুখ্যমন্ত্রী রবিবার এক্স-এ পোস্ট করে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, “লোকবিশ্বাস ও সূর্য পুজোর মহা উৎসব ছট উপলক্ষে অস্তগামী সূর্যকে অর্ঘ্য নিবেদন করা হবে। এই শুভ উৎসব উপলক্ষে সকলের জন্য আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ। ভগবান ভাস্কর ও ছাঠি মাইয়া সবাইকে সুস্থ জীবন, সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রদান করুক এই কামনা করি। জয় ছাঠি মাইয়া”।
2023-11-19