জাতীয় সিনিয়র মহিলা ফুটবলখেলতে রাজ্যদল ব্যাঙ্গালোরের পথে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর।। মিধিলি অনেকটা স্থিমিত। অন্ততপক্ষে ত্রিপুরার প্রেক্ষাপটে। শুক্রবার রাতের পূর্বাভাসে প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়েছে ত্রিপুরার সিনিয়র মহিলা ফুটবল দলের উপর। কার্যত ট্রেন যাত্রায় অপেক্ষা করতে হয়েছে। ভোর সাড়ে পাঁচটার পরিবর্তে রাত সাড়ে আটটায় রেল যাত্রা শুরু করতে হয়েছে। জাতীয় সিনিয়র মহিলা ফুটবলে অংশগ্রহণের লক্ষ্যে ত্রিপুরা দল এখন ব্যাঙ্গালোরের পথে। ২৩ নভেম্বর থেকে শুরু হবে আসর। উদ্বোধনী দিনে ত্রিপুরার প্রথম প্রতিপক্ষ স্বাগতিক কর্ণাটক। ২৫ নভেম্বর সিকিম, ২৭ নভেম্বর আসাম, ৩০ নভেম্বর ছত্তিশগড় এবং ২ ডিসেম্বর ত্রিপুরার শেষ প্রতিপক্ষ কেরালা। ওই আসরে অংশগ্রহণের লক্ষ্যে ২২ সদস্যের ত্রিপুরা দল আজ, শনিবার রাত সাড়ে আটটায় রেলপথে রওনা হয়েছে। ‌ প্রাকৃতিক দুর্যোগ এবং রেল শিডিউলে পরিবর্তনের কারণে ১৫ ঘণ্টা পর রাজ্য দলকে রওয়ানা হতে হয়েছে। উল্লেখ্য, আসরে শক্তিশালী গ্রুপে খেলবে ত্রিপুরা। একঝাঁক সদ্য সিনিয়র ফুটবলারদের নিয়ে শক্তিশালী দলগুলোর বিরুদ্ধে কতটা সাফল্য পাওয়া যাবে তা নিয়ে সন্দিহান খোদ কোচ সুজিৎ ঘোষ। তবে তিনি বিশ্বাস করেন মেয়েরা শেষ মিনিট পর্যন্ত লড়াই করবে। শুক্রবার সকালে রাজ্য দলের মেয়েরা শেষ প্রস্তুতি নিয়েছে। রাজ্য সংস্থার কর্তারাও বিশ্বাস করেন লড়াই করবে ত্রিপুরার মেয়েরা। ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরীও রাজ্য দলকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্য দলের খেলোয়াড়রা হলো: রিঙ্কি খাতুন, ত্রিসা দেবনাথ, সীমা দেববর্মা, রতিকা রিয়াং, প্রীথা ত্রিপুরা, উমা রাণী জমাতিয়া, সোনিয়া সিনহা, অম্লাবতি রিয়াং, অঞ্জনা ত্রিপুরা, সম্পীলি জমাতিয়া, অঞ্জলী দেববর্মা, মারিণা জমাতিয়া, ধনিতা রিয়াং, প্রীতি জমাতিয়া, শাকচাওতি রিয়াং, শ্রীয়া দেব, মৌসুমী ওরাং, বিনাতা সিনহা, বাসন্তি রিয়াং, নীশা জমাতিয়া, স্নেহা দেবনাথ এবং প্রীয়া জমাতিয়া। কোচ:‌ সুজিত ঘোষ, ম্যানেজার:‌ মণি কর্মকার।