নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর
ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি ও ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন সহ সাতটি সংগঠনের যৌথ উদ্যোগে আগামী ২৩ শে নভেম্বর দলিতদের অধিকার ও সামাজিক ন্যায় সহ ১৭ দফা দাবি নিয়ে রাজভবন অভিযান সংগঠিত হবে।
এদিনের এই অভিযান সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে তপশিলি জাতি কল্যান সমিতির রাজ্য সভাপতি সুধন দাস বলেন, মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা বর্তমান সময়ে লাচ্ছনার শিকার হচ্ছে। তাদের উন্নয়নে সঠিক ব্যবস্থা গ্রহন করছে না সরকার। এমনই অভিযোগ তুলেছেন তিনি। তাই তপশিলি
জাতির অধিকার রক্ষার জন্য এই অভিযান বলে জানিয়েছেন তিনি।
দাবী গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, অবিলম্বে তপশিলিভুক্ত ছাত্রছাত্রীদের স্টাইপেন্ড বৃদ্ধি করতে হবে।, নিয়মিত সেটি প্রদান করতে হবে। প্রতিটি জেলায় তপশিলি ছাত্র ছাত্রীদের প্রয়োজনে সরকারি খরচে আবাসিক বিদ্যালয় স্থাপন করতে হবে। নয়া শিক্ষানিতি বাতিল করতে হবে। সমস্ত সরকারি ও আধা সরকারি দপ্তরের শুন্যপদ পূরণ করতে হবে ইত্যাদি।