BRAKING NEWS

প্রয়াত আরবিআইয়ের প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমণন

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি. স.) : প্রয়াত হলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর প্রাক্তন গভর্নর এস ভেঙ্কিটারমণন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আরবিআইয়ের অষ্টাদশ গভর্নর ছিলেন তিনি। এছাড়াও কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ভেঙ্কিটারমণন। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১৯৯০ থেকে ১৯৯২, এই দু’বছর আরবিআইয়ের গভর্নর পদে ছিলেন দক্ষিণ ভারতীয় এই অর্থনৈতিক বিশেষজ্ঞ। আরবিআইয়ের গভর্নর হওয়ার আগে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সচিব হিসেবে ১৯৮৫ থেকে ১৯৮৯ পর্যন্ত সাফল্যের সঙ্গে কাজ করেন ভেঙ্কিটারমণন। এছাড়াও কাজ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের সচিবের মতো গুরুত্বপূর্ণ পদেও। তাঁর মৃত্যুতে শোকাচ্ছন্ন দেশের অর্থনীতিবিদরা।
এক বিবৃতিতে আরবিআই জানিয়েছে, “অন্যতম কঠিন আর্থিক পরিস্থিতিতে সাফল্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন ভেঙ্কিটারমণন।” অনেকেই মনে করেন আরবিআইয়ের সেরা গভর্নর তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *