হায়দরাবাদ, ১৮ নভেম্বর (হি.স.) : বিজেপি ক্ষমতায় এলে তেলঙ্গানার মানুষ অযোধ্যা রাম মন্দিরে বিনামূল্যে দর্শন করতে পারবে শনিবার একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার তেলেঙ্গানা রাজ্যের গাদওয়ালে একটি নির্বাচনী সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।
অমিত শাহ এদিন আরও অভিযোগ করেন যে কংগ্রেস গত ৭০ বছর ধরে রাম মন্দির নির্মাণে বাধা সৃষ্টি করেছে এবং তার ফলে বিলম্ব হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে মন্দিরের ভূমিপূজা করেছেন। ২০২৪ সালের ২২ জানুয়ারি রাম মন্দিরের ‘প্রাণ প্রতিষ্ঠা’-র দিন ধার্য করা হয়েছে বলেও তিনি এদিন উল্লেখ করেন।