ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। হলো না ম্যাচ। প্রতিপক্ষ মধ্যপ্রদেশ দলের ক্রিকেটারদের কাগজপত্রে গরমিল থাকার জন্য। মোটকথা, দিনক্ষণে বিভ্রান্তি। আগামীকাল থেকেই টুর্নামেন্ট শুরু হচ্ছে। ভিলাইয়ে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৫ বালিকাদের জাতীয় ক্রিকেটে। ওই রাজ্যের বি টি মাঠে শুক্রবার ত্রিপুরার মুখোমুখি হওয়ার কথা ছিলো মধ্যপ্রদেশ। কিন্তু ওই রাজ্যের বেশ কয়েকজন ক্রিকেটারের কাগজপত্রে গরমিল থাকায় এদিন খেলা বন্ধ রাখা হয়। এখবর জানান ত্রিপুরা দলের কোচ নারায়ন চন্দ্র দেব। এদিন ম্যাচটি না হওয়ায় ত্রিপুরার ক্রিকেটাররা জিমে কাটায়। এদিন প্রায় দেড় ঘন্টা শারীরিক কসরত করে ক্রিকেটাররা। পরে ত্রিপুরার কোচ টেলিফোনে বলেন,”মেয়েরা তৈরী ছিলো ম্যাচটি নিয়ে। এদিন ম্যাচটি না হওয়ায় পর পর দুদিন দুটি ম্যাচ খেলতে হবে মেয়েদের। যা কিছুটা সমস্যা। তবে বিশ্বাস করি মেয়েরা নিজেদের সেরাটা মাঠে নিংড়ে দেওয়ার চেষ্টা করবে”।
2023-11-17