হায়দরাবাদ, ১৭ নভেম্বর (হি.স.): আসন্ন তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল কংগ্রেস। শুক্রবার কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। নির্বাচনী ইস্তেহার প্রকাশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও-কে চ্যালেঞ্জ ছুড়েছেন তিনি।
খাড়গে বলেছেন, তেলেঙ্গানার জনগণ এবার কংগ্রেসকে ক্ষমতায় আনতে চাইছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী মোদী এবং কেসিআর যতই চেষ্টা করুক না কেন, তারা ক্ষমতায় আসতে পারবে না… কংগ্রেস তেলঙ্গানায় ক্ষমতায় আসবে। কারণ জনগণ তাঁদের কেলেঙ্কারি বুঝতে পেরেছে, তাঁদের অবসরের দিন চলে এসেছে। কেসিআর-কে কটাক্ষ করে খাড়গে বলেছেন, কেসিআর-এর অবসরের দিনগুলি ঘনিয়ে এসেছে। তিনি নিজেই বলেছিলেন, তিনি এর পরে অবসর নেবেন… তিনি তার খামারবাড়িতে সমস্ত ব্যবস্থা করেছেন। এবার সেখানে গিয়ে বসবেন।

