ফের বাতিল কোতুলপুরে শুভেন্দুর কর্মসূচি

বাঁকুড়া, ১৭ নভেম্বর (হি.স.): শুক্রবার কোতুলপুরে পদযাত্রা করার কথা ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। তবে প্রশাসনের অনুমতি না মেলায় ফের বাতিল হয়েছে শুভেন্দুর এই কর্মসূচি।

গত পয়লা নভেম্বর এই কোতুলপুরেই সভা করার কথা ছিল বিজেপি নেতার। বাধ সাধে প্রশাসন। শুভেন্দুবাবু হাইকোর্টের শরনাপন্ন হন। বিচারপতি চটজলদি বাঁকুড়ার জেলা পুলিশ সুপারকে ডেকে পাঠান, কোন যুক্তিতে ওই সভার অনুমতি স্থগিত রাখা হয়েছে তা ব্যাখ্যা করতে। এজলাসে পুলিশকর্তার ব্যাখ্যা শুনে অবশ্য বিচারপতি সভা স্থগিত রাখার সিদ্ধান্তে সায় দেন। প্রস্তাবিত সভাস্থলের কাছে পৌঁছেও সেদিন শুভেন্দুবাবু অনুষ্ঠানস্থলে সমাবেশ করতে পারেন নি।

শুক্রবার বিজেপি পদযাত্রার ডাক দেয় কোতুলপুরে। এর জন্য জেলা প্রাশাসনের কাছে অনুমতিও চায়। কিন্তু জেলা প্রাশাসন অনুমতি না দিয়ে ঝুলিয়ে রাখে। প্রশ্নের উত্তরে প্রশাসন জানায়, আমরা এই আবেদন যথাস্থানে পাঠিয়ে দিয়েছি। জবাব পাইনি।

ক্ষুব্ধ শুভেন্দুবাবু প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, “ভাইপোর পাপোষ রয়েছে। এই পাপোষ দিয়েই ২০২২-এর ১৫ নভেম্বর বীর্সা মুণ্ডার জন্মদিন থেকে অদ্যাবধি আমাকে বাঁকুড়া জেলায় কোনও সভা করতে দেয়নি স্থানীয় প্রশাসন। এ ব্যাপারে বিচারপতিকে ভুল বোঝানো হয়েছে। আমি বলব ভুল বোঝানো হয়েছে। শনিবার কলকাতার মণ্ডল সভাপতি এখানে আসছেন। আমরা মামলা রুজু করব। লোকসভা নির্বাচনের আগে ওকে কীভাবে গ্যারেজ করতে হয় আমরা দেখিয়ে দেবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *