থানামন্ডিতে গাড়ি খাদে পড়ে নিহত ২, আহত ৬

রাজৌরী, ১৭ নভেম্বর (হি. স.) : জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার থানামন্ডি এলাকায় একটি সুমো গাড়ি খাদে পড়ে দুইজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

জানা গেছে, শুক্রবার বিকেলে জেলার থানামন্ডি এলাকায় একটি সুমো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাদ থেকে দুটি দেহ ও ছয়জন আহতকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়। আহতদের পরিচয় সম্পর্কে আপাতত কোনও তথ্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *