আগরতলা, ১৬ নভেম্বর : খোয়াই বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয় শিক্ষক স্বল্পতায় ভুগছে। শিক্ষক স্বল্পতার কারণে বিদ্যালয়ের পঠনপাঠন লাটে উঠেছে। এই অভিযোগ তুলে আজ সকালে শিক্ষক নিয়োগের দাবিতে বিদ্যালয়ের তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা।
ঘটনার বিবরনে জানা গেছে, খোয়াই বিপ্লবী সূর্যসেন বিদ্যামন্দির নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে বর্তমানে প্রায় ৫০ জন ছাত্রছাত্রী রয়েছে। কিন্তু বিদ্যালয়ে শিক্ষকের সংখ্যা মাত্র ২ জন। তার উপর একজন শিক্ষককে বদলি করা হয়েছে। ফলে বিদ্যালয়ের পঠন পাঠন লাঠে উঠেছে। এছাড়াও, বিদ্যালয়টি বিভিন্ন সমস্যায় জজর্রিত বলে অভিযোগ।
আজ শিক্ষক স্বল্পতার প্রতিবাদে দ্রুততার সহিত নিয়োগের দাবিতে বিদ্যালয়ের গেইটে তালা ঝুলালেন ক্ষুব্ধ অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্হলে ছুটে গিয়েছেন প্রসাশনের উচ্চ পদস্হ আধিকারিকরা। তাঁরা অভিভাবকদের সাথে কথা বলেছেন এবং এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

