নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৬ নভেম্বর : কৈলাসহর থানাধীন ভাটিজলাই ৩নং ওয়ার্ড এলাকায় এক কুলাঙ্গার ছেলের হাতে আক্রান্ত পিতা, মাতা ও বোন।
প্রাপ্ত সংবাদে জানা যায় যে ওই এলাকার বাসিন্দা প্রেমানন্দ শব্দকরের ছোট ছেলে প্রথিকৃৎ শব্দকর প্রায় সময়ই জায়গা সম্পত্তি নিয়ে তাদেরকে মারধোর করে বলে অভিযোগ। পরিবারের সবাইকে সরিয়ে গোটা সম্পত্তি সে একাই ভোগ করতে চাইছে বলে অভিযোগ।
আজ সেই জায়গা সম্পত্তি বিবাদকে কেন্দ্র করে প্রথিকৃত শব্দকর তার বোন এবং তার মাকে মাটিতে ফেলে বেধড়ক ভাবে মারপিট চালায়। এমনকি দা দিয়ে তার মা এবং বোনকে কোপাতে থাকে। যার ফলে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তার মা এবং বোন।
ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে প্রথিকৃৎ শব্দকরের পিতা প্রেমানন্দ শব্দকর উনার স্ত্রী ও মেয়েকে বাঁচাতে গেলে উনাকেও প্রথিকৃৎ শব্দকর মাটিতে ফেলে বেধড়কভাবে মারপিট করে। যার ফলে উনিও গুরুতর আহত হয়েছেন।
স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। স্থানীয়দের সাহায্যে প্রেমানন্দ শব্দকর উনার স্ত্রী ও মেয়েকে চিকিৎসার জন্য কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় ওরা তিনজন কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
অন্যদিকে প্রেমানন্দ শব্দকর উনার ছেলে প্রতিকৃত শব্দকরের বিরুদ্ধে কৈলাসহর থানায় একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগমূলে প্রতিকৃত শব্দকরকে গ্রেফতার করে কৈলাসহর থানায় নিয়ে আসে। বর্তমানে সে কৈলাসহর থানার হেফাজতে রয়েছে। সম্পত্তির লালসায় অভিভাবকের উপর এধরনের অত্যাচারে ছি ছি রব উঠেছে এলাকা জুড়ে।