ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। জাতীয় আসরে ত্রিপুরার জুডোকা ব্রোঞ্জ পদক পেয়েছে। জম্মু-কাশ্মীরে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় স্কুল ক্রীড়া আসরের জুডো চ্যাম্পিয়নশিপ। জাতীয় স্কুল ক্রীড়ায় জুডো ইভেন্টে অনূর্ধ্ব-১৪ বালক বিভাগে বাধারঘাটের ত্রিপুরা স্পোর্টস স্কুলের প্রতিভাবান জুডোকা অনুপম চাকমা তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক পেয়েছে। স্পোর্টস স্কুলের শিক্ষার্থীর জাতীয় আসরে পদক জয়ের সাফল্যে সংশ্লিষ্ট কোচ এবং স্কুল তরফে অভিনন্দন জানানো হয়েছে।
2023-11-16