ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর।। ত্রিপুরা দলের প্রথম ম্যাচ ২৩ নভেম্বর। কর্নাটকের বিরুদ্ধে খেলা হবে ব্যাঙ্গালোর ফুটবল স্টেডিয়ামে। উদ্যোক্তা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ২৮ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৪ এ অংশ নিতে ত্রিপুরা দল আগামী ১৮ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় রেলপথে ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা হবে। জাতীয় সিনিয়র মহিলা ফুটবল আসরে ত্রিপুরা দল সি- গ্রুপে খেলবে। গ্রুপে ত্রিপুরা ও কর্ণাটক ব্যতীত আরও চারটি দল হলো চন্ডিগড়, আসাম, সিকিম ও কেরালা। গ্রুপ লিগে ত্রিপুরার পরবর্তী ম্যাচ সিকিমের বিরুদ্ধে ২৫ নভেম্বর। তৃতীয় ম্যাচ আসাম-এর বিরুদ্ধে ২৭ নভেম্বর। চতুর্থ ম্যাচ চন্ডিগড়ের বিরুদ্ধে ৩০ নভেম্বর। গ্রুপ লীগে পঞ্চম তথা অন্তিম ম্যাচ কেরালার বিরুদ্ধে ২ ডিসেম্বর। ত্রিপুরা ফুটবলের এসোসিয়েশনের সম্পাদক অমিত চৌধুরী ক্রীড়াসূচী সহ বিস্তারিত খবর জানিয়েছেন।