জয়নগর প্রসঙ্গে শাসক দলের উদ্দেশে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ

কলকাতা, ১৫ নভেম্বর (হি.স.) : জয়নগরের ঘটনা প্রসঙ্গে শাসক দলের উদ্দেশে আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন্য

দিলীপবাবু বলেন, ‘উপদ্রুত এলাকায় এখনও কোনও দলকে ঢুকতে দেওয়া হয়নি, রাজ্যে এই ঘটনা নতুন নয়। নানুর লালগড় সহ একাধিক জায়গায় হয়েছে। সিপিএম এর আমলে হয়েছে। তারপরেও চলছে। নেতারা যাচ্ছেন। ফটো তুলছেন। ঘটনাগুলো কেনও বন্ধ করা যাচ্ছে না? সেটা নিয়ে কেউ ভাবছে? তৃণমূল সেই একই রাজনীতি করছে। নিরীহ মানুষ ঘর ছাড়া। চাপান উতর চলছে। এর পরিবর্তন হবে কি? এগুলি খবর হিসেবে ভালো। কিন্তু মানুষ এভাবে কতদিন মার খাবে?’

৩ দিন ধরে গ্রামছাড়া দোলুইখাঁকির মানুষ। সেই নিয়েও দুঃখ প্রকাশ করেছেন বিজেপি সাংসদ। এই প্রসঙ্গে নিজের দলের নেতা কর্মীদের কথা টেনে এনে তিনি বলেন, ‘’আপনি ৩ দিন বলছেন? ৩ বছর ধরে আমাদের কত লোক গ্রাম ছাড়া? সেই ২০২১ এর বিধানসভা ভোটের পর থেকে। পশ্চিমবঙ্গে এটাই বাস্তব রাজনীতি। আমরা এর পরিবর্তনের জন্যই লড়াই করছি। বগটুইতে একই ঘটনা ঘটেছিল। গুন্ডা মস্তানদের তৃণমূল নেতা বানিয়ে দিয়েছে। তারা জনরোষে মারা গেলে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তৃণমূলের এই রাজনীতির বিসর্জন দরকার।’’