আগরতলা, ১৫ নভেম্বর: সারা দেশে সাথে রাজ্যেও যথাযথ্য মর্যাদায় বিরসা মুন্ডার ১৪৯ তম জন্মদিন পালিত হচ্ছে। আজ সকালে রাজবাড়ীর সম্মুখে বিরসা মুন্ডার ১৪৯ তম জন্মদিন উদযাপিত করেছে অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা ত্রিপুরা রাজ্য কমিটি।
এদিন অল ইন্ডিয়া জন অধিকার সুরক্ষা ত্রিপুরা রাজ্য কমিটি আহ্বায়ক মিলন দের্ববমা বলেন, বিট্রিশ ভারতের কৃষক আন্দোলনের নেতা বিরসা মুন্ডার ১৪৯ তম জন্মদিবস। আজকের দিনে বিরসা মুন্ডার জন্মদিবস পালন করার একটাই লক্ষ্য আদিবাসীদের জল, জঙ্গল, জমি অধিকারের আন্দোলনকে আরও সুসংহত করা।