দিল্লির বিমানবন্দরে সোনা চোরাচালান করতে গিয়ে গ্রেফতার দুই

নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.) : মঙ্গলবার দিল্লির আইজিআই বিমানবন্দর থেকে সিআইএসএফ কর্মীরা বিদেশ থেকে সোনা পাচারকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে প্রায় ১.০৬৫ কেজি ওজনের সোনার পেস্ট উদ্ধার করা হয়েছে।

সিআইএসএফ-এর এক অফিসার জানিয়েছেন, ১৪ নভেম্বর ভোর ৪.৫৬ নাগাদ বিমানবন্দরে মোতায়েন সিআইএসএফ নজরদারি দল এক যুবককে বিমানবন্দরে সন্দেহজনক অবস্থায় ঘুরে বেড়াতে দেখে। সন্দেহ হলে তাকে পর্যবেক্ষণ করতে থাকে। সিআইএসএফ কর্মীরা দেখে যে ওই লোকটি এক যাত্রীর সঙ্গে দেখা করছিল। ধৃত যাত্রী দোহা থেকে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে এসেছিল। দুজনে কিছুক্ষণ কথা বলার পর ওয়াশরুমে চলে যায়। ৬ টা ২৭ নাগাদ দুজনেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলে সন্দেহের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালায় নজরদারি দল। যুবকের কাছ থেকে পেস্ট আকারে প্রায় ১.০৬৫ কেজি ওজনের চারটি ডিম আকৃতির হলুদ ধাতু (সোনার মতো দেখতে) উদ্ধার করা হয়। যুবকের নাম রাজেশ তখার। বিমান যাত্রীর নাম মহেন্দ্র। জিজ্ঞাসাবাদের পর মহেন্দ্র সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সিআইএসএফ আধিকারিকরা অভিযুক্ত দু’জনকেই শুল্ক দফতরের হাতে তুলে দিয়েছে। কাস্টম বিভাগের আধিকারিকরা অভিযুক্ত দুজনকেই জিজ্ঞাসাবাদের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নিচ্ছে।