নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৪ নভেম্বর : এ যেন এক নতুন কল্যাণপুরকে দেখা গেল সোমবার রাতে। একদা সন্ত্রাসবাদের আঁতুড়ঘর কল্যাণপুর যে এইবার সত্যিকারের অর্থে নতুন করে মাথা তুলে দাঁড়াচ্ছে তার অন্যতম দৃষ্টান্ত স্থাপন করে এবার কল্যাণপুর আরডি ব্লক এবং আরক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে সম্পন্ন হয়েছে সাড়া জাগানো শারদ সম্মান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের একেবারে শুরুতেই ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী সহ অন্যান্য বিশিষ্টজনেরা সম্মিলিতভাবে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ সূচনা করেছেন। গোটা জেলা থেকে আমন্ত্রিত বিভিন্নস্তরের সংগীত এবং নৃত্যশিল্পীরা মন মাতানো পরিবেশনের মধ্য দিয়ে একপ্রকার মাতিয়ে তুলে গোটা আয়োজনকে।
দীর্ঘদিন পর কল্যাণপুরে এমন সাড়া জাগানো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। আলোচনা করতে গিয়ে কল্যাণী সাহা রায় দাবি করেন আজকের এই মন মাতানো আয়োজন সহ সার্বিকভাবে কল্যাণপুরের বর্তমান চিত্র প্রমাণ করছে সময়ের সাথে সাথেই কল্যাণপুরও অনেকাংশে এগিয়ে চলছে নিজস্ব ছন্দে, অভিষ্ট লক্ষ্যের দিকে।
অন্যদিকে বিধায়ক পিনাকি দাস চৌধুরী দাবি করেন, এবছর নিরবচ্ছিন্নভাবে শারদ উৎসব সম্পন্ন করে কল্যাণপুর গোটা জেলা সহ রাজ্যের মধ্যে অন্য বার্তা দিতে সক্ষম হয়েছে । তিনি যেভাবে প্রশাসন থেকে শুরু করে সর্বসাধারণের সহযোগিতায় গোটা কল্যাণপুরে শান্তিপূর্ণ শারদ উৎসব সম্পন্ন হয়েছে। তার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বিধায়ক।
এদিনের এই আয়োজনের মধ্য দিয়ে কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন ক্লাবগুলোর মধ্যে স্বচ্ছতার, আইন-শৃঙ্খলা, প্রতিমা এবং মন্ডপ এর নিরিখে মূল্যায়নকারীদের মূল্যায়নের রায় দানের ভিত্তিতে সংশ্লিষ্ট পুজো উদ্যোক্তাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়াও শারদ উৎসব আয়োজনে বিশেষ ভূমিকা রাখার জন্য স্কাউট অ্যান্ড গাইডস এর সদস্যদের হাতেও এদিন স্মারক তুলে দেওয়া হয় আয়োজকদের তরফে।
গোটা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক হিমেন্দু বিকাশ পাল, কল্যাণপুর থানার ওসি ইন্সপেক্টর তাপস মালাকার, বিশিষ্ট সমাজসেবক জীবন দেবনাথ প্রমুখ।
কল্যাণপুর আর ডি ব্লকের উদ্যোগে এবং আরক্ষা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত গোটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সোমেন গোপ। উল্লেখ্য এবছর গোটা কল্যাণপুরে সরকারি পরিসংখ্যান অনুযায়ী নিরানব্বইটি দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। এর মধ্যে বিশেষ কৃতিত্ব অর্জন করে একত্র সংঘ, নেতাজি ক্লাব, শান্তিপ্রিয় সংঘ, গোপালনগর সামাজিক সংস্থা।