গোলাঘাট (অসম), ১৪ নভেম্বর (হি.স.) : গোলাঘাটের কছারিহাট কলেজ সংলগ্ন তরফাট রোডে আজ মঙ্গলবার ভয়ংকর এক সড়ক দুৰ্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে জনৈক ব্যক্তির। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
জানা গেছে, গোলাঘাটের দিক থেকে কছারিহাটের দিকে আগত দ্রুতগামী একটি ড্ৰাম্পার যুগলজ্যোতি গগৈ নামের এক স্কুল ছাত্ৰকে ধাক্কা দিয়ে আহত করে। ছাত্ৰকে ধাক্কা দিয়ে ডাম্পারটি আরও এক ব্যক্তিকে গিয়ে ধাক্কা মারে। প্রচণ্ড ধাক্কায় ব্যক্তিটি রাস্তায় ছিটকে পড়ে রক্ত ঝরিয়ে মৃত্যুবরণ করেন। নিহত ব্যক্তিকে মথুরাপুরের বাসিন্দা দিনমজুর বুপাইটো কৰ্মকার বলে শনাক্ত করা হয়েছে।
দু্ঘটনার খবর পেয়ে অকুস্থলে ছুটে যায় পুলিশ। তাঁরা উভয়কে রাস্তা থেকে উদ্ধার করে নিয়ে যান গোলাঘাট কুশল কোঁওর অসামরিক হাসপাতালে। হাসপাতালে বুপাইটো কৰ্মকারকে মৃত বলে ঘোষণা করে যুগলজ্যোতি গগৈকে চিকিৎসার জন্য ভরতি করেছেন কর্তব্যরত ডাক্তার।