নয়াদিল্লি, ১৪ নভেম্বর (হি.স.): ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে নেহেরুকে জন্মবার্ষিকীর শুদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী টুইটে লিখেছেন, জন্মবার্ষিকীতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে শ্রদ্ধাঞ্জলি।
দেশের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী প্রমুখ। এদিন সকালে নেহেরুর সমাধিস্থল শান্তি ভানে গিয়ে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন খাড়গে ও সোনিয়া-সহ অনেক কংগ্রেস নেতৃত্ব। খাড়গে টুইট বার্তায় জানান, “পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন আধুনিক ভারতের প্রধান স্থপতি।”